উত্তাল

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: উত্তাল বিধানসভা | বালুকে বরখাস্তের দাবি

বুধবার বিকেলে চোর, চোর স্লোগানে সরগরম হয়ে উঠেছিল বিধানসভা। বিজেপি এবং তৃণমূল, দুই তরফের বিধায়কদের পরস্পরের উদ্দেশে এমন স্লোগানকে ঘিরে বিধানসভা লাগায়ো রাস্তাতেও ভিড় জমে যায় কৌতূহলী মানুষের।

বিশ্বকাপে তুকতাক: মমতা

ফের বৃহস্পতিবারও শাসক-বিরোধীর তরজায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এদিন বিধানসভা শুরু হতেই বিজেপির তরফে বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “জেলে থাকা অবস্থায় কীভাবে মন্ত্রিসভায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক?” এই প্রশ্নকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এবং অবিলম্বে জ্যোতিপ্রিয়কে বরখাস্ত করতে হবে, এই দাবিতে বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

শঙ্কর ঘোষ বলেন, “একজন অভিযুক্ত মন্ত্রী কতখানি প্রভাবশালী যে জেলের ভেতরে থেকেও মন্ত্রিসভায় রয়েছেন। এই নিয়ে বিধানসভার অন্দরে প্রশ্ন করতে গেলে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এর থেকেই তো স্পষ্ট, এই সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত।” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর