হাজিরা

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: ইডি দফতরে হাজিরা আইএএস অফিসার জ্যোতিষ্মানের

সোমবার দুপুর ১২টা নাগাদ সল্টলেক CGO কমপ্লেক্সে ইডি দফতরে এলেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।

উপাচার্য বিদ্যুতের ৪৪০ ভোল্ট! মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি
পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার  ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আইএএস অফিসার । সোমবার সল্টলেকে ইডি দফতরে পৌঁছন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।

 

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার বাড়িতে হানা দিয়েছিল ইডি। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে।

এর আগে দীর্ঘক্ষণ ধরে তার সল্টলেকের বাড়িতে রেড করে ই ডি আধিকারিকরা। সোমবার সকালে বেশ কিছু নথি নিয়ে তিনি ইডি দফতরে প্রবেশ করতে দেখা যায় তাঁকে।

তবে রাজ্যের বিভিন্ন দফতরে দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোষ্টও করেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সূত্র ধরেই প্রকাশ্যে আসে পুরনিয়োগ দুর্নীতি মামলা। পুরনিয়োগ মামলায় ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে ইডি- সিবিআই। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর