আমার

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: আমার মাটি আমার দেশ কলেজস্ট্রিটে অমৃত কলস যাত্রা

কলেজস্ট্রিট থেকে শুরু হল আমার মাটি আমার দেশ অমৃত কলস যাত্রা। আজ বেলা বারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ মিছিল শুরু হয়। মিছিলে হাজির বঙ্গ বিজেপির রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ।

পাশাপাশি ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, অগ্নিমিত্রা পাল-সহ প্রায় হাজার সংখ্যক কর্মী ও কলস।

কাজাখস্তানে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা | অগ্নিকাণ্ডে মৃত ৩২

এ দিন, মাথায় প্রতীকী কলসী নিয়ে হাঁটতে দেখা গেল বিজেপি নেতা-মন্ত্রীদের। সমস্ত মনীষীদের ভিটে থেকে মাটি সংগ্রহ করে আনা হয়েছে। জেলার বিভিন্ন কর্মী সমর্থকরা কলসী করে সেই মাটি নিয়ে এসেছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্তের মনীষীদের ভিটে থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।

 

স্বাধীনতা দিবসের আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত শহিদদের সম্মান জানাতেই এই কর্মসূচি। সারা দেশের বিভিন্ন প্রান্তের শহিদ-ভূমি থেকে মাটি সংগ্রহ করার কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর সেই মাটি নিয়ে দিল্লিতে অমৃত বাটিকা গড়ে তোলা হবে। 
গত মাসের গোড়ায় সেই মাটি সংগ্রহের কর্মসূচি অমৃত কলস যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কলকাতার কলেজস্ট্রিট থেকে শুরু হল অমৃত কলস যাত্রা। ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর