ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: অলআউট! অস্ট্রেলিয়াকে ২৪১ লক্ষ্যমাত্রা ভারতের
কুলদিপ-সিরাজের হাত ধরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত। সিরাজ শেষ বলটি খেলে রান নিতে গিয়েই ভারতের অল উইকেট ডাউন!
বিশ্বকাপ ফাইনালে ২০০৩-এর পুনরাবৃত্তি! কী মিল পেল গুগল?
যদিও শেষ বলে উটকেট হারানোতে দলের রানের ক্ষেত্রে কোনও ফারাক পরেনি। তবে ২৪০ রান করে ভারত ২০২৩ বিশ্বকাপ ফাইনাল ম্যচে তাদের ব্যাটিং শেষ করে। আর অস্ট্রেলিয়াকে বেঁধে দেয় ২৪১-এর লক্ষ্যমাত্রা। ইভিএম নিউজ