মুক্তিপণ

ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: অপহরণ করে মুক্তিপণ না পেয়ে পড়ুয়াকে ‘খুন’

নিউটাউনে পড়ুয়ার খুন। অপহরণ করে মুক্তিপণ না পেয়ে খুন। নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে গৌতম নামের এক যুবকের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ। পড়ুয়ার হাত-পা বাঁধা, মুখে টেপ আটকানো অবস্থায় খাটের নিচ থেকে একটি সুটকেশের মধ্যে মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

নেটের রকেট গতি! লঞ্চ করছে স্যাটেলাইট ইন্টারনেট

গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল এই পড়ুয়া। ঘটনায় গৌতম নামের এক যুবক-সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৪ তারিখ থেকে নিখোঁজ ছিল সাজিদ হোসেন নামের ওই পড়ুয়া। এই পড়ুয়া মালদার কালিয়াচকের বাসিন্দা। ডাক্তারির নিট-এর প্রস্তুতির পড়াশুনা করতো কলকাতায় আসে সাজিদ। সাজিদ হোসেন নিউটাউন মহিষ বাথান বক্স ব্রিজের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতো।

৫ অক্টোবর নিউটাউন থানায় পড়ুয়ার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিবার। এরপর পরিবারের কাছে মুক্তিপনের জন্য ৩০ লাখ টাকার দাবি করে দুষ্কৃতীরা। এরপর আজ শুক্রবার ভোর ৫ টার সময় ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেন নিউটাউন থানার পুলিশ। ঘটনায় আজই গৌতম নামের এক যুবক সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নিউটাউন থানার পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর