ইডি দফতরে

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: ৬ হাজার নথি নিয়ে ইডি দফতরে অভিষেক  

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৫ মাসে ৬ বার তলব করেছে ইডি। জন্মদিনের সারা দিন জনসভা, জন সংযোগের মধ্যে দিয়ে হাসি মুখে কাটলেও দিনের শেষ টা একেবারে অন্যরকম। জন্মদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র নোটিস।
মরেও পিছু ছাড়ছেনা পাচার চক্র!
সেইমতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা CGO চত্বর৷ যদিও হাজিরার ১ ঘণ্টার মধ্যেই সিজিও থেকে বেরিয়েও আসেন অভিষেক৷

 

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন অভিষেক৷ তাঁর পরনে সাদা শার্ট৷ বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷ কালো গাড়িতে ইডি দফতরে পৌঁছন ১১টা বেজে ৫ মিনিট নাগাদ৷

এদিন হাজিরার পর CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি জানান, তাঁকে কিছু নথি নিয়ে সশরীরে আসতে বলা হয়েছিল, তাই তিনি এসেছেন, আবার যেদিন তাঁকে ডাকা হবে, তিনি আসবেন৷ এছাড়াও জানান, রাজনৈতিক প্রতিহিংসার স্মীকার তিনি। এদিন ইডির কাছে ৬ হাজার পাতার নথি জমা দেন তিনি৷ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর