ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: ১৪৬টি কচ্ছপ-সহ গ্রেফতার পাচারকারী১৪৬টি জীবিত কচ্ছপ সহ গ্রেফতার এক পাচারকারী। বৃহস্পতিবার বর্ধমান রেল স্টেশনে প্ল্যাটফর্ম চেকিং চালাচ্ছিলেন জিআরপিএফ থানার ওসি চিন্তাহরন সিংহ-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময় সূত্র মারফত খবর পেয়ে বর্ধমান রেল স্টেশনের ৬-৭ নং প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহবশত আটক করে পুলিশ। পাশাপাশি সেই ব্যাক্তির কাছ থেকে উদ্ধার হয় জীবিত ১৪৬টি কচ্ছপ।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি | মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী
৯টি ব্যাগে করে কচ্ছপ পাচার করছিল সেই ব্যাক্তি। এরপরই আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলায় গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃত ব্যক্তির নাম আশীষ হালদার। বাড়ি নদীয়া জেলার চাকদায়। আজ আশীষ হালদারকে বর্ধমান আদালতে পেশ করা হয় বলে জানা যায়। ইভিএম নিউজ


১৪৬টি জীবিত কচ্ছপ সহ গ্রেফতার এক পাচারকারী। বৃহস্পতিবার বর্ধমান রেল স্টেশনে প্ল্যাটফর্ম চেকিং চালাচ্ছিলেন জিআরপিএফ থানার ওসি চিন্তাহরন সিংহ-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময় সূত্র মারফত খবর পেয়ে বর্ধমান রেল স্টেশনের ৬-৭ নং প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহবশত আটক করে পুলিশ। পাশাপাশি সেই ব্যাক্তির কাছ থেকে উদ্ধার হয় জীবিত ১৪৬টি কচ্ছপ।
৯টি ব্যাগে করে কচ্ছপ পাচার করছিল সেই ব্যাক্তি। এরপরই আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলায় গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃত ব্যক্তির নাম আশীষ হালদার। বাড়ি নদীয়া জেলার চাকদায়। আজ আশীষ হালদারকে বর্ধমান আদালতে পেশ করা হয় বলে জানা যায়। ইভিএম নিউজ














