হঠাৎ

ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: হঠাৎ করে জ্বলে উঠলো দোকানগুলি | ঘটনাস্থলে দমকল

রবিবার সকালে হঠাৎই জয়নগর থানার দক্ষিণ বারাসাতের তিনটি থেকে চারটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় জয়নগর থানাতে ও দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল আসার আগে দোকানের মালিকেরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের তিনটি দোকানে একই সাথে আগুন লেগে যায়। কিন্তু একই সাথে দিনটি দোকানে আগুন লাগল কিভাবে এইটাই এখন বড় প্রশ্ন।

ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ| আসছেন মোদীও

একটি দোকানের সঙ্গে আরেকটি দোকানের দূরত্ব প্রায় ১০ থেকে ১৫ মিটার। একই সঙ্গে তিন চারটি দোকানে আগুন লাগার বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেউ ইচ্ছাকৃতভাবে দোকানগুলিতে আগুন লাগিয়ে দেয়নি তো? তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা।

উল্লেখিত, সম্প্রতি জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। অভিযোগ সেই গ্রামেও ২০-২৫ টি বাড়ি আগুন লাগিয়ে দিয়েছিল কে বা কারা। অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছিল জয়নগরের দক্ষিণ বারাসাতে সিপিএমের দলীয় কার্যালয়। তবে কি জয়নগরে দক্ষিণ বারাসাতে এই দোকানগুলি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আগের ঘটনার যোগ রয়েছে? জয়নগরের দাপুটে নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর