অরূপ পাল, ১৩ই মার্চঃ সুপারকাপই শেষ সুযোগ ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জন্য।বিরাট কিছু অঘটন না ঘটলে আগামী মরসুমে স্টিফেনের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া শুধুই সময়ের অপেক্ষা।যদিও ক্লাব কর্তাদের একাংশের মতে সুপার কাপে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলে পদ না খোয়ানোর একটা ক্ষীণ সম্ভাবনা  রয়েছে এই ব্রিটিশ কোচের।

আইএসএল টুর্নামেন্টে এই মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বেশ হতাশ করেছে ক্লাব কর্তাদের। আগামী মরশুমের জন্য স্টিফেনকে নিয়ে আপত্তির কথা ইতিমধ্যেই ইনভেস্টরদের জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।এমনকি স্টিফেনের পরিবর্তে নির্বাচিত কোচের একটি নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন লাল-হলুদ কর্তারা।

কোচ হিসেবে স্টিফেনকে নাপসন্দ ইমামি কর্তৃপক্ষেরও। ফিরতি লিগে মোহনবাগান ম্যাচ পর্যন্ত অপেক্ষায় ছিলেন তারা।বড় ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করতে পারলে হয়তো কোচের পদে স্টিফেনের চাকরিটা বহাল থাকত। ডার্বি ম্যাচ হেরে সমর্থকদেরও অপছন্দের তালিকায় রয়েছেন লাল-হলুদের এই ব্রিটিশ কোচ। আপাতত ইনভেস্টর কর্তারা তাকিয়ে রয়েছেন সুপার কাপের পারফরম্যান্সের দিকে। শেষ চারে ইস্টবেঙ্গল খেলার যোগ্যতা অর্জন করতে পারলে তবেই ইমামি কর্তারা স্টিফেন কে রেখে দেওয়ার কথা বিবেচনা করবেন।

নতুন মরসুমের জন্য কোচের পদ ঠিক না হওয়া পর্যন্ত কোনো ফুটবলারকেও সই করাতে রাজি নন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। ক্লেইটন সিলভা ছাড়া অন্য কোনো ফুটবলারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেননি লাল-হলুদ কর্তারা।লাগাতার ব্যর্থতার পর এখন দেখার নতুন মরসুমের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের কোচের দায়িত্ব কার হাতে তুলে দেন লাল-হলুদ কর্তারা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর