
স্টিফেনের ডেডলাইন সুপার কাপ, গোটা দলই পরিবর্তনের পরিকল্পনা ইস্টবেঙ্গল কর্তাদের
অরূপ পাল, ১৩ই মার্চঃ সুপারকাপই শেষ সুযোগ ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জন্য।বিরাট কিছু অঘটন না ঘটলে আগামী মরসুমে স্টিফেনের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া শুধুই সময়ের অপেক্ষা।যদিও ক্লাব কর্তাদের একাংশের মতে সুপার কাপে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলে পদ না খোয়ানোর একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে এই ব্রিটিশ কোচের। আইএসএল টুর্নামেন্টে এই মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বেশ হতাশ করেছে ক্লাব কর্তাদের।