ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: শহরে ঝলমলে আকাশের সাথে বেড়েছে গরমের তীব্রতা
পুজোর আগেই কলকাতার আকাশে ঝলমলে রোদ। যা বাড়িয়েছে গরমের তীব্রতা। ফলে অস্বস্তিও খানিকটা বেড়ে গিয়েছে। আজ কলকাতা সহ দঃ বঙ্গের হাওড়া, হুগলী, পুরুলিয়া, ঝারগ্রাম, বাঁকুড়ায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। পাশাপাশি উঃ ২৪ পরগণা, দঃ ২৪ পরগণা, নদিয়া, ও পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুত সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি।
এর পাশাপাশি উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুত সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ