ব্যুরো নিউজ, ১৫ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঘোষণা হলো জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। সেখানেই জেলা কমিটি ঘোষণা করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, বিভিন্ন কারনে এর আগে কিছু কিছু জেলার কমিটি ঘোষণা হলেও, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। আজকের এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে তার একটাই কারন, দীর্ঘ আলোচনার পর জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য। তিনি জানান, এই কমিটিতে তৈরি করা হয়েছে ৫৯ জনকে নিয়ে। অনেক তৃণমূল কর্মী অবহেলা বা অনিহা বা অন্য কোনও কারনে দলের থেকে দূরে সরে যাচ্ছিলেন, তাদেরকেও দলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল।
কাশ্মীরকে হার মানালো বাংলা! লোকসভা ভোটে বাংলায় দেশের সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী
এছাড়াও এদিন হাজির ছিলেন জেলার ৮টি ব্লকের সভাপতি ও টাউন প্রেসিডেন্টরা।লোকসভা নির্বাচনের আগে ঘোষিত জেলা কমিটিতে রয়েছে জেলার ৫৯ জন তৃনমূল নেতাকর্মী।