ঘরের মাঠে তেত্রিশ বছর পর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হ ওয়া বাংলার পক্ষে অসম্ভব তা প্রথম দিন ই বোঝা গিয়েছিল। ইডেনে প্রথম দিন বাংলার ইনিংস শেষ। হয়ে গিয়েছিল মাএ একশো চুয়াত্তর রানে। সৌরাষ্ট্রোর বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলার ব্যাটাররা। সৌরাষ্ট্রো প্রথম ইনিংসে সংগ্রহ করে চারশো চার রান। ভাসাভাড়া করেন একাশি রানে, চিরাগ জানির সংগ্রহ ষাট রানে। বাংলার সফল বোলার মুকেশ। একশো এগারো রানের বিনিময়ে মুকেশ সংগ্রহ করেন চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলা চার উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো ঊনসত্তর রান। অধিনায়ক মনোজ তিওয়ারি সাতান্ন রানে এবং শাহবাজ আহমেদ তেরো রানে অপরাজিত রয়েছেন। অনুষ্টুপ মজুমদার আউট হন একষট্টি রানে। রবিবার চতুর্থ দিনে বাংলা শিবির তাকিয়ে রয়েছে অধিনায়ক মনোজ তিওয়ারির দিকে।