ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: মেট্রো টিকিটে এলো QR Code
যাত্রীদের সুবিধার্থে ফের এক নয়া পদক্ষেপ মেট্রো রেলের। QR Code যুক্ত টিকিট নিয়ে এলো মেট্রো রেল কর্তৃপক্ষ।
টেট প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর
যাত্রীদের সুবিধার্থে একের পর পর পদক্ষেপ করেই চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার টিকিটের ক্ষেত্রে আরও এক যুগান্তকারী পদক্ষেপের পথে মেট্রো। মেট্রোতে এলো QR Code যুক্ত কাগজের টিকিট।
গতকাল ১১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় শিয়ালদা মেট্রো স্টেশনে থেকে চালু হল এই নয়া টিকিট। ইভিএম নিউজ