ইভিএম নিউজ ব্যুরো, ২১ মার্চঃ দক্ষিণ কলকাতার কসবার বোসপুকুর শীতলা মন্দিরে দুর্গাপূজায় মাটির  ভাঁড়ের প্যান্ডেল   অনেকেই দেখেছেন। এই প্যান্ডেল যিনি তৈরি করেছিলেন সেই বিখ্যাত শিল্পী বন্দন রাহা সকলকে ছেড়ে চলে গেলেন।  খ্যাতনামা এই শিল্পীর বহু কাজ কলকাতাবাসী দেখেছেন। তার এই মৃত্যুর কারণ না কি  অবসাদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে তাঁর সাংসারিক জীবন সেভাবে সুখের হয়ে ওঠেনি। স্ত্রী ছিলেন এক ধনী পরিবারের মেয়ে। কলকাতার এক বিখ্যাত মিষ্টির দোকানের মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছর এর মধ্যে তাঁর বিবাহবিচ্ছেদ  ঘটে। তা তিনি একেবারেই মেনে নিতে পারেননি। অপরদিকে তাঁর শ্বশুরবাড়ি থেকেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়।  সবকিছু মিলিয়ে তিনি একাকীত্ব এবং গভীর অবসাদে ভুগতে থাকেন।

মঙ্গলবার সকালে শিল্পী বন্দন রাহার ঝুলন্ত দেহ পাওয়া যায় তাঁর মেজদার বাগুইআটির জগতপুরের  ফ্ল্যাটে। তাঁর পরিবারের সদস্যরা  এই ঘটনার জন্য দায়ী করেছেন  তাঁর   প্রাক্তন স্ত্রীকে। বাড়ির অমতে বিয়ে করেছিলেন তিনি। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীকালে সেভাবে কাজ পাচ্ছিলেন না বন্দন। ফলে আর্থিক সংকট শুরু হয়। কিন্তু এই পরিস্থিতি মানিয়ে নিতে পারেননি তাঁর স্ত্রী। আর তারপরই হয় ডিভোর্স।

ডিভোর্সের পর থেকেই বন্দন মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। এমনকি তিনি মানসিক ভারসাম্যহীন হয়েও পড়েছিলেন। এমতাবস্থায় তার ব্রেন স্ট্রোক  হয়ে গিয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিন তার মেজদা বাচ্চু রাহা বলেন, মঙ্গলবার সকালে তিনি তার ভাইকে খানিকটা সুস্থই দেখেছিলেন। যে সময় বন্দন আত্মহত্যা করেন, সেই সময় বাড়িতে কেউই ছিল না। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁর ভাই এমন কাণ্ড ঘটিয়েছেন। একাকীত্ব ও অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই দাবি তাঁর পরিবারের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর