ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ই ফেব্রুয়ারিঃ ভালোবাসা মানে শুধু ভালোথাকা নয়, ভালোবাসা মানে দুজন দুজনকে ভালোরাখা। ভালোবাসা এক তরফা হয় না এমনকি ভালোবাসা কে সীমিত গন্ডীর মধ্যেও সীমাবদ্ধ রাখা যায় না। ভালোবাসার সীমানা অসীম। স্থান, কাল,পাত্র ভেদে যেমন এর ধরন ভিন্ন ঠিক তেমনি ভিন্ন এর প্রকাশ ভঙ্গি। ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোন প্রভেদ নেই। ভারোবাসা এক সাম্যময় সত্ত্বা যা সকল অশান্তি কে দুর করে জীবনে বয়ে আনে এক শান্তির শীতলতর ছায়া।
আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন তৈরি করার প্রতিশ্রুতি দিলেও আদতে তা যে অসফল, রাস্তার পাশে কোন যুগল উষ্ণ ছোঁয়া বা চুম্বন বিনিময় করলেই তা স্পষ্ট ফুটে ওঠে। রাস্তার পাশে থাকা লোকজনকে সেটা বিস্ময়ের চোখে নজরবন্দী করতে দেখা যায়। ভালোবাসা দিবসে খোলা আকাশের নীচে যদি নিজের প্রেমিক বা প্রেমিকাকে একটা চুমু খেতে পারেন, সেটা উপভোগ করার পাশাপাশি নিজের জীবনের ইতিহাসের পাতাতেও চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু কলকাতা শহরে কি সেই সুযোগ রয়েছে ? উত্তরঃ হ্যাঁ আছে।
চলে যান প্রিন্সেপ ঘাট, বাবুঘাট অথবা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এমনকি যেতে পারেন ইলিয়ট পার্ক, ইকোপার্ক, ময়দান কিংবা রবীন্দ্র সরোবর লেক। এইসব জায়গাতে একদিকে যেমন দুজনে একান্তে রোম্যান্টিক কথাবার্তা বলতে পারবেন তেমনই মাঝে মধ্যে ছুঁয়ে দিতে পারবেন ভালবাসার মানুষটার ভেজা ঠোঁটটা। বিনিময় করতে পারবেন একে অপরের উষ্ণ অনুভূতিগুলো।
এরই সঙ্গে পেয়ে যাবেন কিছু খুচরো ভালোলাগা। মানে পছন্দের ঝালমুড়ি কিংবা চীনেবাদাম। মাঝে মধ্যে চুমুক দিয়ে নিতে পারেন মাটির তৈরি চায়ের ভাঁড়টা। সেই সঙ্গে কয়েকটা নিজস্বিতো থাকছেই। মানে প্রিয় মানুষটার সঙ্গে কাটানো মূল্যবান মুহূর্ত গুলিকে একটু লেন্সবন্দি করে রাখা।
কোলাহল এড়িয়ে নিরিবিলিতে কিংবা গঙ্গার ধারে বসে প্রিয় মানুষটার হাতে হাত রেখে অলিখ কল্পনায় ভেসে যাওয়ার অনুভূতিগুলোকে মিস করা যায় ? সেই সঙ্গে গঙ্গাবক্ষে নৌকাবিহারে বেড়িয়ে খোলা আকাশের নীচে জড়িয়ে ধরতে পারেন নিজের সঙ্গীকে।যুগলদের একজন যদি দুকলি রোম্যান্টিক গান গাইতে পারেন, তাহলেতো আর কোন কথাই নেই ।দিনটাই জমে যাবে।
শীতের সকালে নরম রোদ গায়ে মেখে, ময়দানের নরম সবুজ ঘাসে পা রেখে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার অনুভূতি জানেন কি? না জানলে সক্কাল সক্কাল বেরিয়ে পড়ুন আগামীকাল। আর উপভোগ করুণ এই বিশেষ দিনটাকে।