ইভিএম নিউজ ব্যুরো, ২৮ মার্চঃ এলাকায় বেশ অভিজাত পরিবার হিসেবেই পরিচিত রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের। বাঁকুড়ার কালীতলা এলাকায় বিশালাকার ত্রিতল বাড়িও রয়েছে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের। কিন্তু কর্মসূত্রে পরিবারের অধিকাংশ সদস্যরা কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করায় তাঁদের গত কয়েকবছর ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সাম্প্রতিক অতীতে এই পরিত্যাক্ত বাড়িটি থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ। বেশ কিছুদিন ধরেই এই দাবিই করে আসছিলেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের আরও দাবি, দীর্ঘদিন পরিত্যাক্ত থাকায় এটি ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এমনকি বাড়ির ভেতরে চলছে বিভিন্ন অসামাজিক কাজকর্মও।
মঙ্গলবার সকালে স্থানীয় প্রতিবেশীরা এই শব্দের উৎস খুঁজতে বাড়িটির ভেতরে ঢুকতেই তাঁদের নজরে আসে বেশ কিছু হাড়গোড়। বাড়িটির একতলায় একটি কক্ষে কাঠের তক্তার উপর এগুলি সাজানো রয়েছে । হাড়গোড়গুলি মানুষের কি না তা সন্দেহ হওয়ায় বাঁকুড়া সদর থানায় খবর দেন স্থানীয়রা। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে হাড়গোড়গুলি উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।