ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: ‘ভিক্ষার বাটি নিয়ে বসতে হবে’ রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ
সিঙ্গুর মামলার রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। আদালত জানিয়ে দিল, ২০০৬ সালের জমি অধিগ্রহণ সম্পূর্ণ অবৈধ। বিচারপতি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দিল। আগামী ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের হাতে ফিরিয়ে দিতে হবে অধিগৃহীত জমি। দীর্ঘ ১০ বছর পর সিঙ্গুর মামলার নিষ্পত্তি হল। ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে দিতে হবে ৭৬৬ কোটি টাকা।
‘সাময়িক ঝটকা খেয়েছেন’ বালুকে কটাক্ষ দিলীপের
এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ‘রাজ্য সরকার তো দেউলিয়া হয়ে গিয়েছে। এবার তো ভিক্ষার বাটি নিয়ে বসতে হবে। এ তো সাংঘাতিক অবস্থা। এত কোটি কোটি টাকা কোথায় পাবে? পশ্চিমবঙ্গের অর্থনৈতিক জরুরি অবস্থা। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাবে। নবান্ন বিক্রি হয়ে যাবে। এরা যে রাজ্যকে কোন অন্ধকারে নিয়ে গেল, তা এবার টের পাওয়া যাবে। এরা ভেবেছিল, টাটাকে তাড়িয়ে মহা মস্তি করবে। এবার তার অব্যর্থ পরিণতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভুগতে হবে।’
সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, ‘তৃণমূলের একটা জেদের জন্য আজ টাটা মোটরস সিঙ্গুরে কারখানা তৈরি করতে পারেনি। এরপর থেকে পশ্চিমবঙ্গে শিল্পের হাল পুরোপুরি বেহাল হয়ে গিয়েছে। আজকের ট্রাইব্যুনালের নির্দেশে কার্যত সেটাই প্রমাণিত হল। বাংলার মানুষকে ভিক্ষাপাত্র হাতে দাঁড় করাল মমতার সরকার।’ ইভিএম নিউজ