বিলাসবহুল

ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: বিলাসবহুল আবাসন থেকে নীচে পড়ে মৃত ১ 

বৃহস্পতিবার রাতে নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসন থেকে নীচে পড়ে যান এক গৃহবধূ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতার নাম কবিতা কৌর। তার বয়স ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান টেকনো সিটি থানার পুলিশ।

মাধ্যমিক পরীক্ষার সময়সূচীতে বদল হবে না: হাইকোর্ট

পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে আবাসনের ১০ তলা থেকে তিনি পড়ে যান। টেকনো সিটি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার পারিবারিক কিছু সমস্যা ছিল। পারিবারিক অশান্তি লেগেই থাকত। পুলিশ মৃতার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। মহিলার দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে তারা জানান। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর