ধর্না

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: বিজেপি ছেড়ে ধর্না মঞ্চে তৃণমূলে যোগ অভিনেত্রীর 

বিজেপি ছেড়ে অভিষেকের ধর্না মঞ্চে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র।

‘তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহা’

১০০ দিনের কাজে বঞ্চনা নিয়ে প্রতিবাদ। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদের চতুর্থ দিন চমক।

বিজেপি ছেড়ে সোজা অভিষেকের মঞ্চে এসে তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। এদিন সন্ধেবেলা সরাসরি তৃণমূলের মঞ্চে পৌঁছে যান রিমঝিম। এরপর দলের তরফে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ঘোষণা করেন, অভিনেত্রী তৃণমূলে যোগ দিলেন। বিজেপি নেত্রী হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন রিমঝিম।

উনিশের লোকসভা নির্বাচনের পর ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। এমনিতে গেরুয়া শিবির ঘেঁষা টলিপাড়ার বহু পরিচিত জনপ্রিয় মুখ হল শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পায়েল চক্রবর্তী, পার্নো মিত্র, অঞ্জনা মিত্র। যারা নির্বাচনেও লড়াইও করেছেন। কিন্তু একটা সময় পর তাঁরা বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন।

আগেই বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী। এবার রিমঝিমও পদ্ম শিবির ত্যাগ করে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ১০০ দিনের কাজ করে কেন্দ্রের থেকে বকেয়া টাকা পাননি, এই ইস্যুতে রাজভবনের সামনে চলা তৃণমূলের ধর্না মঞ্চেই সোজা চলে গেলেন রিমঝিম। এরপরই ফুল বদল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর