সুস্থ
ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: 'বাবা সুস্থ আছেন'| পোস্ট অমর্ত্য সেনের মেয়ে নন্দনার


প্রখ্যাত নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব। এক্স হ্যান্ডেলে ‘ক্লদিয়া গোলডিন’ (Claudia Goldin @profCGoldin) নামে একটি অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনের ছবি পোস্ট করে লেখা হয়, খুবই খারাপ খবর। অধ্যাপক অমর্ত্য সেন প্রয়াত হয়েছেন। আর সেই থেকেই রটতে থাকে এই ভুয়ো খবর। 

কিন্তু সেই ভুয়ো খবর উড়িয়ে দেন অমর্ত্য সেনের মেয়ে নন্দনা। মঙ্গলবার বিকেল ৫ টা ৪১ মিনিটে এক্স হ্যান্ডেলে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন নন্দনা দেব সেন। লেখেন, ‘বন্ধুরা আপনারা উদ্বিগ্ন হওয়ায় ধন্যবাদ। কিন্তু এটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। পাশাপাশি তিনি এও জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন। সবসময়ের মতোই ব্যস্ত আছেন তিনি।
RPF-এর তৎপরতায় রক্ষা পেল যাত্রী
প্রসঙ্গত, সোমবারই অর্থনীতিতে নোবেল পান ক্লদিয়া। কিন্তু তাঁর নামে যে অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনকে নিয়ে টুইট করা হয়, সেটা ভুয়ো বলে স্বীকার করা হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর