ব্যুরো নিউজ, ৭ নভেম্বর: বাজারদর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ মোদী সরকারের! সস্তায় মিলবে ভারত ব্রান্ডের সামগ্রী


বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের।  
৩৮ ঘন্টার যাত্রা এখন ১২ ঘন্টায়! মোদী-হাসিনার হাত ধরে চালু আগরতলা-আখাউড়া রেলপথ সোমবার এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য লিখেছেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবার যথাযথ দামে পাওয়া যাবে। মাত্র ২৭.৫০ টাকায় পাওয়া যাবে ভারত ব্র্যান্ড আটা।

সামনেই লোকসভা ভোট। তার আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগুন। যাতে দ্রব্যমূল্যের দাম আর না বাড়ে তার সব চেষ্টাই চালাচ্ছে কেন্দ্র সরকার। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, মরশুমি দাম বৃদ্ধির হাত থেকে মধ্যবিত্তকে রক্ষার জন্য বড় প্রয়াস সরকারের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি একটি ছবি দেওয়া হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে উল্লেখ রয়েছে ভারত ব্র্যান্ড আটা, ডাল, পেঁয়াজের দামও।

তবে সূত্রের খবর, ভারত ব্র্যান্ডের স্টক আরো বৃদ্ধি করা হচ্ছে। অন্তত ১০০ টি মোবাইল ভ্যানে এই আটা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভান্ডারের আউটলেটে এই ধরনের কম দামে আটা পাওয়া যাবে। সরকার নির্ধারিত এই আটার দাম ২৭.৫০ টাকা প্রতি কেজি। যেখানে সোমবার জাতীয় স্তরে আটার গড় দাম ছিল ৩৫.৯৩ টাকা কেজি।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সাধারণ ক্রেতাদের স্বার্থেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত ব্র্যান্ডের আটার সরবরাহ বৃদ্ধি করা হবে, এর ফলে দাম নিয়ন্ত্রণ করা যাবে।

অন্যদিকে খোলা বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়েছে কলকাতা-সহ একাধিক জায়গায় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সামনেই একের পর এক উৎসব তার আগে পেঁয়াজের দাম অগ্নিমূল্য। এই পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দিতে ভারত ব্র্যান্ড পেঁয়াজের দাম ২৫ টাকা কেজি রেখে বিক্রি করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর