ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: ফের মেট্রো বিভ্রাট! ফিরতি পথেও ভোগান্তি যাত্রীদের
নোয়াপাড়া থেকে বরানগরের দিকে ছুটছে পাতাল রেল। আচমকা স্তব্ধ মেট্রো পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় দমদম- দক্ষিণেশ্বর আপ ও ডাউন মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তিতে নিত্য যাত্রীরা।
‘রাজ্য সরকারের হেলিকপ্টারের কোনও দরকার নেই’, রাজ্যপাল কেন বললেন একথা?
যান্ত্রিক ত্রুটির কারণে আজ দুপুরে আচমকা বন্ধ হয়ে গেল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। মেট্রো রেল সূত্রে খবর, দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার আপ লাইনে গোলযোগ হওয়ার কারণেই মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে। যদিও লাইনে বিভ্রাটের খবর মেলা মাত্রই তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন মেট্রোয় কর্মরত ইঞ্জিনিয়ররা। মেরামতির কাজ শুরু হলে দেখা যায় থার্ড লাইনে যান্ত্রিক ত্রুটি রয়েছে।
প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। সারাইয়ের কাজের জন্য দুপুর ২টো ১৮ মিনিট থেকে বেশ কিছু সময়ের জন্য ওই শাখায় পাওয়ার ব্লক করা হয়। তবে আপ ও ডাউন দমদম-কবি সুভাষ মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকে।
একের পর এক মেট্রো বিভ্রাটের ঘটনার জেরে স্বভাবতই নাজেহাল নিত্যযাত্রীরা। এরপর আজ দুপুরে আচমকা মেট্রো বিভ্রাটের জেরে বিরক্ত ও ক্ষোভে ফেতে পরেন বহু যাত্রী। মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য এসেও ফিরে যেতে হয় যাত্রীদের। মেট্রো না পেয়ে বাধ্য হয়ে অনেকেই ট্যাক্সি, বাস ও অন্যান্য বিকল্প পথ বেঁছে নেন। ইভিএমনিউজ