ব্যুরো নিউজ, ১০ ডিসেম্বর: নতুন বছরেই ঘুরবে ভাগ্যের চাকা | এই জায়গায় করুন বিনিয়োগ
এক্কেবারে নতুন বছরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। ইতিমধ্যেই বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। কিন্তু কোথায় বিনিয়োগ করলে সহজেই মোটা মুনাফা পেতে পারেন তা ভেবেই দিশেহারা? আজ তা নিয়েই লেখা এই প্রতিবেদন। চলুন দেখে নেওয়া যাক।
শুরুতেই দেখে নেওয়া যাক লার্জ ক্যাপ ফান্ড। এই তালিকার শুরুতেই রয়েছে Uti nifty 50 index fund। এই ফান্ডটি নিফটি ৫০ এর ৫০ স্টকে নিজের বিনিয়োগ করে। এই ফান্ডে দুই জন ফান্ড ম্যানেজার রয়েছে। ট্র্যাক রেকর্ড দেখে বিশেষজ্ঞদের মত, এই ফান্ডে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে মোটা লাভের সম্ভাবনা রয়েছে।
সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন! নতুন বছরের ক্যালেন্ডার রাখুন এই স্থানে
একইসঙ্গে ফাইনান্সিয়াল সেক্টরে Uti nifty 50 index ফান্ড বিনিয়োগ করে। এছাড়াও এই ফান্ডের বড় বিনিয়োগ রয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও। হোল্ডিংয়ের তালিকায় একদম উপরে রয়েছে এইডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, ইনফোসিস, আইটিসির মতো স্টক।
নজরে রয়েছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিও। Parag Parikh Flexi Cap ফান্ডটি বিদেশি স্টকে অনেক বেশি বিনিয়োগ করে। ফান্ড ম্যানেজারের সংখ্যা ৩। এর বেঞ্চমার্ক নিফটি ৫০০। অর্থাৎ দেশের শীর্ষ তালিকায় থাকা ৫০০ স্টকে এই ফান্ডটি বিনিয়োগ করে। এই ফান্ডটিও ফাইনান্সিয়াল ক্ষেত্রে অনেক বেশি বিনিয়োগ রয়েছে। তথ্য-প্রযুক্তি, অটোমোবাইল ক্ষেত্রগুলিতেও বিনিয়োগ রয়েছে। হোল্ডিং তালিকায় রয়েছে এইডিএফসি, বাজাজ, এক্সিস ব্যাঙ্ক, মাইক্রোসফটের মতোন বড় বড় সব কোম্পানির শেয়ার।
চর্চায় রয়েছে Nippon India Multicap Fund। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালে এই ফান্ডে বিনিয়োগ করলে বড় লাভ পাওয়া যেতে পারে। এই ফান্ডটিতে দু’জন ফান্ড ম্যানেজার রয়েছেন। এই ফান্ডটির সবথেকে বেশি বিনিয়োগ ফাইনান্সিয়াল সেক্টরে। তালিকায় রয়েছে এইডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো শেয়ার। শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করা উচিৎ। ইভিএম নিউজ