ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: দেবী পক্ষের মহা ভোজে ‘বাঙালি বাবু’
বাঙালির রসনা বড়ই বিচিত্র। কলকাতায় বসে বাঙালি ইটালিয়ান খাবার চেখে দেখে। আবার ইজিপ্ট গিয়ে নিখাদ বাঙালি খাবার চায়। সেই বাঙালিকে পুজোর সময় কী কী পদে আপ্যায়িত করা হবে, তা রীতিমতো গবেষণার বিষয়। সেই সব দিকে নজর দিয়ে হোটেল NX আনল ‘দেবী পক্ষের মহা ভোজ’
পুরোহিতের মন্ত্রে নয় | আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই মায়ের আরাধনা
চিংড়িঘাটার অদূরে NX হোটেল সেই জটিল গবেষণার ঝুলি খুলবে। শুরু থেকে শেষ। আজ NX হোটেলে পুজোর খাবারের কমপ্লিট মেন্যু পেশ হলো। বিধায়ক ‘বাঙালি বাবু’ সাজে মদন মিত্র শুরু থেকে শেষ পর্যন্ত মেন্যু সাজানোর পরামর্শ দিলেন। এছাড়াও NX-এ উপস্থিত ছিলেন এক গুচ্ছ তারকারা। ডায়েট ভুলে তাঁরাও স্বাদ নিলেন খাবারের। ইভিএম নিউজ