ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে ছুটলো ট্রেন
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমঘাটা কৃষ্ণনগর রেললাইনের উপর দিয়ে ছুটল রেল ইঞ্জিন। জানা গিয়েছে, এর আগে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর যাওয়ার একটি ন্যারোগেজ লাইন ছিল।সেই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ এ রূপান্তর করার কাজ শুরু হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ করার জন্য ট্রেন পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। কখনও জমি জট কিংবা অন্য কোন কারণবশত চালু করা সম্ভব হয়ে ওঠেনি ব্রডগেজ ট্রেন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেললাইন পাতা ছিল। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই রেললাইন থেকে ট্রেন ছোটেনি। অবশেষে ২০২৩ সালে ফের একবার ছুটতে দেখা গেল কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে ট্রেন।