ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর: দিনের আলোতেই অবৈধ বালি পাচার | প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
দিনের আলোতেই প্রকাশ্যে চলছে অবৈধ বালি পাচার। সেই চিত্র ধরা পড়লো সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার একাংশ
আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় নদীঘাটে হাতনল, রক্তা, আলডিহি-সহ আরও বিভিন্ন নদীর পাড়ে রমরমিয়ে চলছে অবৈধ ভাবে বালি পাচার। রীতিমত নদীঘাটে ট্রাক্টরে বালি লোড হচ্ছে। নদীঘাট-সহ বিভিন্ন এলাকায় দিনের আলোতেই পাচার করা হচ্ছে অবৈধ ভাবে বালি।
কীভাবে প্রকাশ্যে দিনের আলোয় বালি মফিয়ারা এতো সক্রিয়? কার মদতে এই অবৈধ বালি পাচার হচ্ছে? সেই বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন।
অবৈধ বালি পাচার নিয়ে বিজেপি নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহ-সভাপতি সুব্রত মিশ্রা জানান, “কুলটির বিভিন্ন এলাকায় অবৈধ বালি পাচারের কাজ শুরু হয়ে গেছে। রাতের অন্ধকারে বড় বড় গাড়ি পার হচ্ছে যার ফলে রাস্তার অবস্থাও খারাপ। পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে অবৈধ বালি পাচারের কারবার”।
পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এই বিষয়ে জানান, “তাদের এক ইনফোর্সমেন্ট টিম কাজ করছে। যেমন যেমন অভিযোগ পাওয়া যাচ্ছে সেই ভাবে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে”। ইভিএম নিউজ