সংকল্প দে, ৫ মেঃ (Latest News) চাষিদের চাষবাসের সুবিধার্থে নয়া উদ্যোগ শিলিগুরি মহাকুমা পরিষদের

চাষিদের সুবিধার্থে ও চাষবাসে আরো গতি আনতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মহকুমা পরিষদ।

চাষবাসের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর লক্ষে ব্লকভিত্তিক চাষিদের চারা গাছ দেবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আয়োজিত হল বৈঠক।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ের হর্টিকালচার দপ্তরের অন্তর্গত ডিএমসি-র (ডিস্ট্রিক্ট মিশন কমিটি)  সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।

এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন ব্লক ভিত্তিক সার্ভে করা হবে। সভাধিপতি অরুন ঘোষ বলেন, বিভিন্ন ব্লক ভিত্তিক এমন জায়গা খোঁজা হবে, যাতে যে জায়গায় যেমন ফলন ভালো হবে সেখানে সেই চারা গাছ দেওয়া হবে। এর পাশাপাশি ১৫৫টি  আইসিডিএস  সেন্টার দেখা হয়েছে যেখানে বিভিন্ন ধরণের চারা গাছ লাগানো। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর