ব্যুরো নিউজ, ১১ অক্টোবর:ইডি দফতরে হাজিরা রুজিরার

শেষ বেলায় এসে নথি জমা দিলেন অভিষেক

নিয়োগ দুর্নীতির তদন্ত কাণ্ডে এই প্রথম অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা তদন্ত কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছিলো। সকাল ১১টার মধ্যে তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি। নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ সকাল ১১ টার কিছু আগেই রুজিরা সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন।  সূত্রের খবর সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি তাঁর কলকাতার বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন।

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জন্য আজ সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রচুর পরিমানে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে। সেখান থেকে একাধিক টাকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে অভিষেক জায়াকে তলব করেছে ইডি। ইভিএম নিউজ 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর