ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: আরও বড় ধর্নার দিকে যেতে চলেছে রাজ্যের শাসক দল
আরো বড় ধর্নার দিকে যেতে চলেছে রাজ্যের শাসক দল। কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে সকাল থেকেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। মূল মঞ্চের চার দিকে ছাওনি বাঁধার কাজ ও মঞ্চের সামনে পর্দা টাঙানোর কাজ চলছে।
সকাল ১১টা থেকে ধর্না কর্মসূচি শুরুর কথা গতকালই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হচ্ছে। সেন্ট্রাল ডিসি দীনেশ কুমার এসে গোটা রাজভবন নর্থ গেট চত্বর পরিদর্শন করেছেন।
নেটের রকেট গতি! লঞ্চ করছে স্যাটেলাইট ইন্টারনেট
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল থেকে রাজভবনের নর্থ গেটে অস্থায়ী ক্যাম্পে রয়েছেন। আজ ১১টার সময় তিনি মঞ্চে ধর্না কর্মসূচিতে অংশ নেন। পাশাপশি রাজভবনের ১৫০ মিটার দূরত্বের মধ্যে এই ধর্না কর্মসূচির মঞ্চ হয়নি বলে, রাজভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী শিবির থেকে।
যেহেতু রাজভবন থেকে ১৫০ মিটার চত্বরে ১৪৪ ধারা জারি থাকে। এই পরিস্থিতিতে তৃণমূলের ধর্না মঞ্চে কীভাবে পুলিশ অনুমতি দিল সেই নিয়ে উঠছে প্রশ্ন চিহ্ন। ইভিএম নিউজ