আই লিগে ফের হার মহমেডান স্পোটিং ক্লাবের। আগের ম্যাচে ঘরের মাঠে গোকুলাম এফ সি র বিরুদ্ধে জয় পেলেও শনিবার আবার হারল সাদা কালো শিবির। অ্যাওয়ে ম্যাচে তারা দু বার এগিয়ে থেকেও দুই তিন গোলে হারল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। ম্যাচের চৌদ্দ মিনিটে মিরলাল মুরজয়েভ গোল করে মহমেডান স্পোটিং ক্লাব কে এগিয়ে দেন। বলটি বাড়িয়ে ছিলেন মার্কোস জোসেফ। ছাব্বিশ মিনিটে গোল টি শোধ করেন স্যামুয়েল বত্রিশ মিনিটে গোল করে মহমেডান স্পোটিং কে এগিয়ে দেন ক্রিস্টি দাভিস। আটচল্লিশ মিনিটে গোল টি শোধ করেন স্যামুয়েল। ম্যাচ শেষ হ ওয়ার পাঁচ মিনিট আগে রিয়াল কাশ্মীরের হয়ে জয়সূচক গোলটি করেন বোতে রং।