ব্যুরো নিউজ,২৩ সেপ্টেম্বর: অবশেষে ২৯টি ক্যামেরা বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।
ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে সদস্য দের ১০ জনের টিম এসে ক্যামেরা বসানোর কাজ শুরু করেন। জানা যায়, এই ক্যামেরাগুলিতে ৩০ দিনের মেমোরি রেকর্ড থাকবে।
মোট ৩ রকমের ক্যামেরা লাগানো হবে বলে জানা হাচ্ছে। ANPR-গাড়ির নম্বর প্লেট ক্যাপচার করবে, যার জন্য ANPR প্রত্যেকটা গেটে বসবে। Bullet camera-লোকজনের ছবি, এছাড়াও সব রকমের ছবি ক্যাপচার করতে সক্ষম। সার্ভার রুম প্রোটেক্ট করবে Dom camera।
টাকাপয়সার লেনদেন করা যাবে টুইটার তথা X হ্যান্ডেলে
গাড়ি ঢোকার গেট গুলিতে ৩টে ও অন্যান্য গেট গুলিতে ২টো করে ক্যামেরা বসবে। ছেলেদের হোস্টেলেও বসানো হবে ক্যামেরা।
ক্যাম্পাসের গেটে মোট ক্যামেরা বসবে ৯ টা। যার মধ্যে সল্টলেক ক্যাম্পাসও রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির ৬টা গেটে ৬টি ক্যামেরা ও সটলেক ক্যাম্পাসের ৩টি গেটে আরও ৩টি ক্যামেরা বসবে।
ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে সিসিটিভি বসাতে সম্ভাব্য ১৫ দিন সময় লাগবে। বিশেষ নাইট ভিশন ক্ষমতা সম্পন্ন ANPR ক্যামেরা মূলত বসানো হবে গেট গুলিতে। ইভিএম নিউজ