ইভিএম নিউজ ব্যুরো ঃ আচ্ছা,কনাগাড়ে আপনি ক’টা সেলফি তুলতে পারবেন? ২০টা ৩০ টা। তার চেয়েও বেশি পারবেন? আচ্ছা, তাহলে ধরে নিলাম ৫০ টা। তাহলে কিন্তু আপনি গোহারান হেরে গেলেন। আর হারলেন কিনা একটা ভাল্লুকের কাছে। আজ্ঞে হ্যাঁ! আচমকাই হাতে ক্যামেরা পেয়ে পরপর সেলফি তুলে ফেললো এক ভল্লুক বাবাজী। একটা নয় দুটো নয়। নাগাড়ে একেবারে ৪০০ টা সেলফি তুলে ফেলল, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক জঙ্গলের বাসিন্দা ওই ভাল্লুক। আর সেই সেলফি রীতিমতো ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রে লুকনো ক্যামেরা দিয়ে বন্যপ্রাণীদের দেখভাল করা হয়। তা এভাবেই জঙ্গলে নজরদারি চালাতে গিয়ে, ‘বোলডার ওপেন স্পেস মাউন্টেন পার্ক’ নামে এক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কর্মীদের হাতে এসেছে, ভাল্লুকের সেই কয়েকশো সেলফি। আর সেইসব সেলফি ওই সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মহল্লায়। সুত্রের খবর, এখনও পর্যন্ত ৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভাল্লুকের সেই সেলফি।