
৪০০ সেলফি তুলল মার্কিন ভাল্লুক, চোখ কপালে নেটদুনিয়ার
ইভিএম নিউজ ব্যুরো ঃ আচ্ছা,কনাগাড়ে আপনি ক’টা সেলফি তুলতে পারবেন? ২০টা ৩০ টা। তার চেয়েও বেশি পারবেন? আচ্ছা, তাহলে ধরে নিলাম ৫০ টা। তাহলে কিন্তু আপনি গোহারান হেরে গেলেন। আর হারলেন কিনা একটা ভাল্লুকের কাছে। আজ্ঞে হ্যাঁ! আচমকাই হাতে ক্যামেরা পেয়ে পরপর সেলফি তুলে ফেললো এক ভল্লুক বাবাজী। একটা নয় দুটো নয়। নাগাড়ে একেবারে ৪০০ টা সেলফি তুলে ফেলল, মার্কিন