লাবনী চৌধুরী, ২৭ আগস্ট: ২৬-এ তৃণমূল ছাত্র পরিষদ। আগামী ২৮শে অগাস্ট ২৬-এ পা দিতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। আর এই প্রতিষ্ঠা দিবসকে হাতিয়ার করে কলকাতায় সমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শ’য়ে শ’য়ে ছাত্র যুবরা রওনা দিতে শুরু করেছেন। দার্জিলিংয়েও তার ব্যতিক্রম হয়নি।

সমতলের তৃণমূল ছাত্র যুবরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতা গামী ট্রেন ধরতে রবিবার সকাল সকালই নিউ জলপাইগুড়ি স্টেশনে হাজির হন হাজার হাজার ছাত্র পরিষদের কর্মীরা। তাদের ট্রেন ধরার আগে শিলিগুড়ি টাউন ব্লক-৩ INTTUC-র পক্ষ থেকে টিফিনের ব্যবস্থাও করা হয়। এই সমাবেশ ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিং জেলা তৃণমূলের অন্দরে।

ছাত্রদের ট্রেন ধরতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেদিকে নজর রাখতে স্টেশনে উপস্থিত ছিলেন স্বয়ং দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। সবটা তিনি নিজেই তদারকি করেন। এবং ছাত্র যুবরা ট্রেনে না ওঠা পর্যন্ত অপেক্ষাও  করেন।

এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ওপর সবথেকে বেশি ভরসা করেন, তারা হলেন এই ছাত্র-যুব-মহিলা। সেই মতো করে এবারেও দার্জিলিং জেলা সমতল থেকে অসংখ্য ছাত্র যুবরা নিজেদের উদ্যোগে উৎসাহের সাথে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের উৎসাহিত ও উজ্জীবিত করতে আজ স্টেশনে হাজির হন তিনি।

কলকাতার সমাবেশ প্রসঙ্গে পাপিয়া বলেন, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম নিয়ে তারা এগিয়ে চলুক। ও শিক্ষার প্রযুক্তি ঘটাক। তৃণমূল ছাত্র পরিষদের এই যে প্রতিষ্ঠা দিবস, তা প্রতিবছরই রেকর্ড সংখ্যায় ছাপিয়ে যায়। আশা করা হচ্ছে, এবারও তার অন্যথা হবে না। উপরন্তু জন প্লাবনে পরিণত হবে। এমনটাই মন্তব্য। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর