ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ মাতৃগর্ভে মাত্র ২২ সপ্তাহে পৃথিবীর আলো দেখেছে  কানাডার অন্টারিওর দম্পতির কোলে জন্মানো দুই যমজ সন্তান। সবচেয়ে প্রিম্যাচিওর শিশু  জন্মানোর জন্য নাম উঠল এবার গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে। গত ৪ মার্চ এক বছর পূর্ণ হয়েছে ওই দুই যমজ সন্তানের । জন্মের সময় তাদের সম্মিলিত ওজন ছিল  মাত্র ৭৫০ গ্রাম।

কানাডার দম্পতি  শাকিনা রাজেন্দ্রাম এবং কেভিন নাদারাজাহ যখন জানতে পারলেন যে তারা যমজ সন্তানের  মা বাবা হতে চলেছেন, তখন তারা  দুজনেই  ভীষণ আনন্দিত হয়েছিলেন। কিন্তু যখন ডাক্তাররা ওই দম্পতিকে  বলেন এই যমজ হবে প্রিম্যাচিওর বেবি। এবং প্রসবের সময় তাদের সন্তান বেঁচে থাকবে না। শেষ পর্যন্ত মাউন্ট সিনাই হাসপাতালে শাকিনা রাজেন্দ্রামের প্রসবের ব্যবস্থা করা হয়। তবে প্রথম থেকেই  চিকিৎসকেরা হবু সন্তান দুটির বাঁচার সম্ভাবনা শূন্য শতাংশ বলেও জানিয়ে  দিয়ে ছিলেন মা শাকিনাকে। কিন্তু সব আশঙ্কা দূরে সরিয়ে অবশেষে ১৫৪ দিনের মাথায় পৃথিবীর আলো দেখল দুই যমজ সন্তান। জন্মের পর হাসপাতালেই কেটে গিয়েছিল ছয়মাস। শরীরে জলের ভারসাম্যের সমস্যা থাকায়  শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল দুই শিশুরই। তবে সেই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে জয়ী হয়ে অবশেষে বাড়ি ফিরেছে  আদিয়া লাইলিন ও আদ্রিয়া লুকাহ নাদারাজা।

গত ৪ মার্চ  এক বছর পূর্ণ হয়েছে দুই ম্যাজিক শিশুর। গিনেস  বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর  টুইটার হ্যান্ডেলে পুরো গর্ভাবস্থার যাত্রা ভাগ করে নিয়েছে  কানাডার ওই দম্পতি ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর