স্বামী

ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর: স্বামী জীবিত | তবুও মিলছে বিধবা ভাতা!

জীবিত স্বামী তবুও নিজেদের বিধবা দাবি করে বিধবা ভাতা পাচ্ছেন কয়েক মাস ধরে। এমনই অভিযোগ ১২ জন মহিলার বিরুদ্ধে। ঘটনায় থানায় এফআইআর করলেন ঝাড়খণ্ডের সিমডেগার বিডিও পঙ্কজ কুমার।

ভাতা সহ একাধিক দাবিতে জঙ্গলমহল সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদের খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে

দেহ ব্যবসায় নামতে রাজি না হাওয়ায় স্ত্রীকে খুন স্বামী

পুলিশের কাছে নাম উল্লেখ করে বিডিও জানান, “গত কয়েক মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন ওই ১২ জন মহিলা। নথি নকল করে এই কাজ করেছেন”। বিডিও-র কথায়, ‘‘কী ভাবে কোনও তথ্য ছাড়াই মহিলারা টাকা তুললেন? সেটাই আশ্চর্যের”। বিডিও যে ১২ জন মহিলার নাম জমা করেছেন থানায়, তাঁদের খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর