ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ সোমবার শিলিগুড়ি সিপিআইএমের দার্জিলিং জেলা দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মীনাক্ষী জানান, আগামী ১৩ই এপ্রিল ডি ওয়াই এফ আই এর ডাকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটি বিরাট মিছিলের আয়োজন করা হবে। ডিআইএফআইয়ের ছাত্র সংগঠন ওইদিন উত্তর কন্যা অভিযান চালান। ওইদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এক হাত নিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা ।তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রর মধ্যে বন্ধুত্ব এবং যথেষ্ট বোঝাপড়া রয়েছে। মুখে বললেই কেউ বিরোধী হয়ে যায় না, তার প্রমাণ দেখাতে হয়। অর্থাৎ বহু আলোচিত সেটিং তত্ত্ব নিয়েই ফের সরব হলেন মীনাক্ষী। আগামী ১৩ই এপ্রিল উত্তর কন্যা অভিযানে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির পাশাপাশি এই তথাকথিত ‘সেটিং’ নিয়েও সরব হবে ডি ওয়াই এফ আই। (EVM News)