ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: শীতের আগমনের আগেই শুরু বক্রেশ্বর ধামে দর্শনার্থীদের ভিড়
বঙ্গে এখনো শীতের আগমন হয়নি। তবে হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। এইরকম মনোরম আবহাওয়ায় শুরু হয়ে গিয়েছে বক্রেশ্বর ধামে দর্শনার্থীদের আনাগোনা। বীরভূমের বক্রেশ্বর সেরা তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। সারা বছরই কমবেশি ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় বক্রেশ্বর মন্দিরে। তবে শীতের শুরুতে আরামদায়ক আবহাওয়ার কারণে ভক্তদের আনাগোনা বেড়ে যায়।
জীবন পাল্টাচ্ছে মহিষবাথানের মুখা শিল্পীদের
গরম শেষ।হালকা শীতের আমেজ থাকলেও, ঠান্ডা কিন্তু পড়েনি। আবহাওয়া এই সময় দুর্দান্ত। এরকম পরিবেশে কোথাও ঘুরতে যাওয়ার অনুভূতি সত্যি আলাদা। গরমের ভাব নেই, নেই বৃষ্টির ঝাঁকি। এরকম মনোরম আবহাওয়ায় অনেকেই বাক্সবন্দী করে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় ঘুরতে। কেউ কেউ আবার তীর্থক্ষেত্রে যেতে পছন্দ করেন। বাংলার তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো এই বক্রেশ্বর। শীতের শুরুতেই দর্শনার্থীদের আনাগোনা বেড়ে গিয়েছে। এইদিন সেই ছবি লক্ষ্য করা গেল। ইভিএম নিউজ