ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফ্রেব্রুয়ারিঃ বয়স হওয়ার সাথে সাথে পর্দায় প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন রূপে ধরা দিয়েছেন বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রা যীশু সেন গুপ্ত। বাংলা ছবির পাশাপাশি দক্ষিনী ছবিতেও সমান তালে অভিনয় করেছেন তিনি। ‘অশ্বথামা’, ‘সিতা রামান’ এর পর আবারও দক্ষিনে আসন্ন ছবি ‘শকুন্তলম’ ছবিতে দেখা মিলবে অভিনেতা যীশু সেনগুপ্তর। তবে এবার হিরো বা ভিলেন চিরিত্রে নয়, পৌরাণিক চরিত্রে দেখা যাবে টলি অভিনেতা যীশুকে। কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি সহ মোট ৫ টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ছবির পরিচালনায় দক্ষিনী পরিচালক গুণশেখর। মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন।
বাংলা, হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেতা যীশু। যতদিন এগাচ্ছে বিভিন্ন চরিত্রের প্রয়োজনে ভাঙছেন নিজেকে। মাথায় সোনার মুকুট,কপালে লাল তিলক, গায়ে সোনার গয়না পরে নতুন অবতারে ধরা দিয়েছেন টলি অভিনেতা যীশু সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তাঁর অনুরাগীরা। দুলকার সলমন এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতা রমন’-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি মুক্তির দিন স্থির হয়েছিল চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি। তবে শুক্রবার ছবির নির্মাতারা গুণশেখর জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিলে মুক্তি পাবে এই ছবি।