
‘শকুন্তলম’এর নতুন লুকে যীশু সেনগুপ্ত
ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফ্রেব্রুয়ারিঃ বয়স হওয়ার সাথে সাথে পর্দায় প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন রূপে ধরা দিয়েছেন বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রা যীশু সেন গুপ্ত। বাংলা ছবির পাশাপাশি দক্ষিনী ছবিতেও সমান তালে অভিনয় করেছেন তিনি। ‘অশ্বথামা’, ‘সিতা রামান’ এর পর আবারও দক্ষিনে আসন্ন ছবি ‘শকুন্তলম’ ছবিতে দেখা মিলবে অভিনেতা যীশু সেনগুপ্তর। তবে এবার হিরো বা ভিলেন চিরিত্রে নয়, পৌরাণিক চরিত্রে