ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: লোকপুরের বাস্তবপুরে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বীরভূম জেলার লোকপুর থানার বাস্তবপুরে W B P D C L এর উদ্যোগে ও G M P L এর আয়োজনায় আদিবাসী অধ্যুসিত বাস্তবপুর প্রাইমারি স্কুলে G M P L এর নিজস্ব ডাক্তারবাবুরা গ্রামের বাসিন্দাদের প্রেসার চোখ,ওয়েট,সর্দি, কাশি, জ্বর সহ নানান রোগ পরীক্ষা করার পর বিনামুল্যে ঔষধ দিলেন।
প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘রাজভূমি’
এই শিবিরে প্রায় ১৫০- ২০০ জন আদিবাসী পুরুষ ও মহিলা উপস্থিত থেকে রোগ পরীক্ষা করান। বিনামুল্যে ডাক্তার দেখাতে পেরে আদিবাসীরা স্বভাবতই বেজায় খুশি। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন G M P L এর ডাক্তার সুজিত সরকার, ডাক্তার আর এন আগরওয়াল, G M P L এর লাইজেশন সন্দীপ দত্ত, প্রজেক্ট ম্যানেজার বিধান চন্দ্র খাঁ, এইচ আর গীতাঞ্জলী দে, লোকপুর থানার এ এস আই বাসুদেব ঘোষ সহ স্বাস্থ্য কর্মীরা ও G M P L এর আধিকারীকেরা। ইভিএম নিউজ