ব্যুরো নিউজ: লক্ষ্য গোর্খা ল্যান্ড ! বেশ কয়েক মাস আগে গোর্খাল্যান্ড অ্যাক্টিভিস্ট সমূহ গঠিত হয়েছিল পাহাড়ে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। তারা গোর্খাল্যান্ড আন্দোলনকে জনগণের সঙ্গে জুড়তে চাইছেন, যদিও তাদের লক্ষ্য গোর্খা ল্যান্ড প্রাপ্তির।
রবিবার দার্জিলিং-এর প্রাণকেন্দ্রে অবস্থিত স্থানীয় কলা মন্দিরে পালিত হয় ৩২ তম নেপালি ভাষা মান্যতা দিবস। গত এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে চলছে তাদের নেপালি ভাষা মন্যতা দিবস পালন। এই ভাষা দিবস পালনের আগে তারা একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করেছিল পাহাড়ে। সিকিম নেপাল, আসাম ও অন্যান্য রাজ্য থেকে আসা সাহিত্যিক-ভাষা বিদদের নিয়ে এই প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।
দার্জিলিং পাহাড়ের একদা ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হয় স্থানীয় কলা মন্দিরে। ভাষা আন্দোলনে অনেক মানুষ অংশ নিয়েছিলেন। এতদিন কোনও অজ্ঞাত কারণে পাহাড়ের মানুষরা তাদের কিছুতেই শ্রদ্ধা জানাতে পারেনি। এবার এই ভাষা দিবস পালনের মাধ্যমে দার্জিলিং পাহাড়ের চার ব্যক্তিকে যারা একসময় ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো।
উল্লেখযোগ্য, ভূপেন্দ্র পরাজুলি কালিম্পং-এর বাসিন্দা দার্জিলিং এর রতন মোথে এছাড়া বিজন বাড়ির বেদ বিতি ব্রাহ্মণ। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ডঃ গোকুল সিনহা। এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন বিশেষ উল্লেখযোগ্য নাম শ্রীমতি শীতল শুব্বা, জিতেন রসাইলি আরও অনেকে। দার্জিলিং-এর সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত বহু শিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক দল। নৃত্য, কবিতায় ৩২ তম নেপালি ভাষা মান্যতা দিবস পালন করা হয়। ইভিএম নিউজ