ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: রাস্তার বেহাল দশার ফলে প্রান গেলো এক কিশোরী মায়ের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খাটিয়ায় দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে একজন রোগীকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। যেই ঘটনাকে ঘিরে এতো চাঞ্চল্য, সেই ঘটনাটি হোল, মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামে। এই গ্রামেই এক মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে আসলো। রাস্তার অভাবে প্রাণ হারালো ১৯ বছর বয়সী এক তরুণী মা। তার নাম মামনি রায়।
অশোক সিংয়ের দ্বিতীয় ময়না তদন্ত এখনি নয়
জানা গিয়েছে, সে অসুস্থ হয়ে পরায় হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্সকে আসার জন্যে খবর দেওয়া হয়। কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে চায়নি বলে অভিযোগ। ফলে, কোন কোন কিছু বুঝতে না পেরে ওই তরুণীর পরিবারের লোকেরা একটি খাটিয়াতে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যায়। রীতিমতো এই ভিডিওটি হুহু করে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছে, ওই রাস্তা ঠিক করানোর অভিযোগ নিয়ে বিডিও অফিসে বহুবার গেছেন গ্রামের লোকেরা। তবে বিডিও অফিস থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। ঠিক হয়নি রাস্তা। সেই পরিস্থিতিতে খাটিয়াতে করে তাদের রোগীকে নিয়ে যেতে হয়।
এই বিষয়ে তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সীকে ফোন করা হলে তিনি জানান, এই ঘটনা আমার জানা নেই। সঠিক ভাবে রাজ্য সরকার যেভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন তাতে এই রকম কোন ঘটনা ঘটার কথা নয়। তবে যদি এইরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। বিজেপির তরফে বিনা কীর্তনীয়া বলেন, এত এত রাস্তা হচ্ছে পথশ্রী প্রকল্পে অথচ বামনগোলের মালদহের বামনগোলার রাস্তার মেরামতি এখনো হয়নি। রাস্তার মেরামতি হলে মধ্যযুগীয় বর্বরতার এমন ছবি দেখতে হতো না। একজন ১৯ বছরের কিশোরী মাকে এইভাবে প্রাণ হারাতে হতো না। ইভিএম নিউজ