ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুনঃ (Latest News) রাজ্য জুড়ে পুর-দুর্নীতির তদন্তে সিবিআই, হানা অয়ন শীলের বাড়িতে। আজ বুধবার সকাল থেকে হুগলির চূচূড়ায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারি দল হানা দিয়েছে। এছাড়াও হুগলি জেলার চন্দননগর, ভদ্রেশ্বরের এবং ২৪ পরগনার বেশ কয়েকটি পৌরসভায় হানা দিয়েছে সিবিআইয়ের তদন্তকারি দল।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ধৃত অয়ন শীলের বাড়িতে এবং অফিসে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সিবিআই আধিকারিকরা একসঙ্গে অয়ন শীলের বাড়ি ও অফিসে রেট চালায়।
চুঁচুড়ার গুরুদাসপাড়া এলাকায় অয়নের অ্যাপার্টমেন্টে গত কয়েক মাস আগে ইডি রেট করার পর আজ সকাল থেকে সিবিআই পুনরায় তল্লাশি চালাতে শুরু করে। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও সিবিআই তল্লাশি চালাচ্ছে অয়নের চুঁচুড়ার ফ্ল্যাটে। (EVM News)