অরূপ পাল,১২ ফ্রেব্রুয়ারিঃ রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার ওঠাটা শুধু মাত্র সময়ের অপেক্ষা। বিরাট কিছু অঘটন না ঘটলে ইডেনে ফাইনালে বাংলার খেলা নিশ্চিত। প্রথম ইনিংসে বাংলার চারশো আটত্রিশ রানের জবাবে মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয়ে যায় একশো সত্তর রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে সংগ্রহ করে নয় উইকেটে দুশো উন আশি রান। প্রদীপ্ত প্রামাণিক ষাট রানে অপরাজিত আছেন। অনুষ্টুপ মজুমদার আউট হন আশি রানে। সুদীপ ঘরামী করেন চল্লিশ রান। বাংলা আপাতত এগিয়ে পাঁচশো সাতচল্লিশ রানে।