রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের কাছে ধরাশায়ী বাংলা
অরূপ পাল, ১৬ ফ্রেব্রুয়ারিঃ ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ধরাশায়ী বাংলার ব্যাটসম্যানরা। বাংলার ইনিংস শেষ মাএ একশো চুয়াত্তর রানে। ইনিংসের শুরুতে সুমন গুপ্ত এক রানে, অভিমূন্য ঈশ্বরন শুন্য রানে প্যাভিলয়নে ফিরে যান। এরপর সুদীপ ঘরামী শুন্য রানে,অনুষ্ঠুপ মজুমদার ষোলো রানে আউট হন। এক সময় বাংলা সতেরো রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। পঁয়ষট্টি রানে ছয় উইকেট