ফের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা । পঞ্জাবের পর এবার কর্ণাটক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির রোড শো চলাকালীন মালা হাতে কর্ডন ভেঙে চলে আসে এক যুবক। কর্নাটকে হুবলিতে ২৬তম জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে রোড শো চলাকালীন এই ঘটনা ঘটে। উৎসবের সূচনার আগে রোড শো অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোড শো চলাকালীন নিরাপত্তায় বড়সড় গলদ দেখা যায় । মালা হাতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাজির হয়ে যায় এক যুবক। দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ ওই যুবককে তড়িঘড়ি সরিয়ে দেয়। আর এখানেই ঘটনাটি ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাটি খতিয়ে দেখছে এসপিজি এবং পুলিশ । গ্রেফতার করা হয় ওই যুবককে । চলছে জিজ্ঞাসাবাদ। প্রশ্ন উঠেছে কেনো এমন ঘটনা ঘটলো ? হুবলির পুলিশ কমিশনার রমন গুপ্তা বলেন ,নিরাপত্তা যথেষ্টই কড়াকড়ি ছিলো।৩ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিলো। কিন্তু কেনো এমন ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর