ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: মেঘের কোলে রোদ হেসেছে
সামনে বাঙ্গালির সবথেকে বড় উৎসব ‘দুর্গাপুজো’। বাতাসে ম ম করছে পুজো্র গন্ধ। কিছু দিন টানা বৃষ্টির পর কয়েকদিন হল ঝলমলে রোদের দেখা মিলেছে। তবে আকাশ আংশিক মেঘলাও রয়েছে। সকাল থেকে কলকাতার কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা গিয়েছে ও কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে ঝলমলে রোদ। ফলে গরম কার্যত বৃদ্ধি পেয়েছে।
রাস্তার বেহাল অবস্থায় সাধারণের ‘ক্ষোভ’
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি দঃ বঙ্গের বাকি জেলা যেমন হাওড়া, পূর্ব মেদিনীপুর, উঃ ২৪ পরগণা, দঃ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি হুগলী, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান থাকবে সর্বোচ্চ ৯৫ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৭০ শতাংশ।
এর পাশাপাশি উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও ঝারগ্রামেও বজ্রবিদ্যুত সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ