ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: মত বদল | রাজনীতি ছাড়ছেন না বিজেপির প্রলয় পাল
সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার পোস্ট “ভালো থেকো রাজনীতি, আও নয় দাও বিদায়”। ঘটনার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠক করে রাজনীতিতে থাকার কথা জানালেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি নন্দীগ্রামের বাসিন্দা প্রলয় পাল।
চূড়ান্তে বোস-বসু সংঘাত | বোসের বিরুদ্ধে ধর্নায় বসু
নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনের কিনারা | গ্রেফতার অভিযুক্ত
দলের কর্মিদের কথা ভেবে নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই রাজনীতি থেকে সরে যেতে চাইছিলেন প্রলয় পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে নিজের ভাবনা থেকেই এই পোস্ট করেছিলাম। কর্মীদের কাছ থেকে ভালোবাসা পেয়ে ও তাদের কথা ভেবে তিনি রাজনীতি ছাড়ছেন না।
এদিন সাংবাদিক বৈঠক করে প্রলয় পাল জানান, চোখের সামনে এই ভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধ হয় মৃত্যু অনেক ভালো, সেই জায়গায় আবেগপ্রবণ হয়েই পোস্ট টা করেছিলাম। কর্মীদের কথা ভেবে আমি সরে যেতে পারিনি। পদের জন্য আমি রাজনীতি করতে আসিনি। কর্মীদের কথা ভেবেই সিদ্ধান্ত পরিবর্তন করে দলে থাকার কথা জানান প্রলয় পাল। ইভিএম নিউজ